
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
মোংলা বন্দরের পশুর নদীতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সরকারী গম বোঝাই এম,ভি সাকিব-০১ নামের একটি কার্গো জাহাজ। শুক্রবার (২৯সেপ্টেম্বর) দুপুরের যান্ত্রিক ত্রুটিতে ভরা জোয়ারের প্রচন্ড স্রোতে ওই কার্গোটি পশুর চ্যানেল থেকে ছুটে এসে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পানির জেটির পন্টুনের সাথে আঘাত লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে বন্দরের পন্টুন ও পন্টুনে থাকা পানির জাহাজের অবস্থানের কারণে অল্পের জন্য কার্গোটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। জাহাজটিতে ৮জন স্টাফ-কর্মচারী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও কার্গো জাহাজ এম,ভি সাবিক-০১ এর মাস্টার মোঃ শাহাবুর রহমান জানান, মোংলার জয়মনিরঘোল এলাকার সরকারী খাদ্য গুদাম (সাইলো) থেকে ৬শ মেট্টিক টন গম বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি সাকিব-০১। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের পশুর চ্যানেল হয়ে ঢাকার নারায়ণগঞ্জের সাইলোতে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় কার্গো জাহাজটি। পথিমধ্যে দুপুরের দিকে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর মোহনায় আসলে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কার্গোটিতে। ওই সময় নদীতে ভরা জোয়ারের তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণহীন হয়ে প্রথমে মোংলা বন্দরের পিকনিক কর্নারের পর্যটকদের ওঠা-নামার জেটিতে আগলে পড়ে। এতে জেটিটির বেশ কিছু অংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে জোয়ারের স্রোতের টানে সরে গিয়ে বন্দরের পানির জেটির বড় পন্টুনে আগলে পড়লে তাতে কার্গো জাহাজটি পন্টুনের সাথে আটকে পড়ে। এতে বন্দরের পন্টুনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে দুপুরেই মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্ধারকারী জাহাজ এম,টি শিপসা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্গোটি উদ্ধার করে এবং নিরাপদে সরিয়ে নেন।মোংলা বন্দর কর্তৃপক্ষের সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো জাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণেই জোয়ারের স্রোতে নদীর মুল চ্যানেল থেকে সরে গিয়ে কিনারে আঘাত লাগে। এতে বন্দরের পন্টুন ও সিঁড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ মালিক ঢাকার কাজী ফেরদৌস ক্ষতিপূরণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে নিয়ে যাবেন বলে জানান কামরুল আলম।