
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরে ভিড়ার পর বিকেল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহণের কাজ।জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে আসা বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি শুক্রবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১৩ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। এরপর বিকেল থেকেই শুরু হয় জাহাজটি থেকে এ কয়লা খালাস ও লাইটারেজে (নৌযান-কার্গো/কোস্টার) করে পরিবহণের কাজ। পরিবহণ করে এ কয়লা নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর লাইটার থেকে সেই কয়লা জেটির ক্রেন দিয়ে উত্তোলন করে সক্রিয় বেল্টের মাধ্যমে সংরক্ষণ/মজুদ করা হচ্ছে কেন্দ্রটির সেডে/গোডাউনে।এর আগে গত শনিবার (২৩সেপ্টেম্বর) ৩১হাজার ৩শ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি বসুন্ধরা ইমপ্রেস।