কলমে ঃ-নাজিম উদ্দিন।
———————————–
নসিমনের দুঃখ যদি
দেখতে তুমি চাও
বস্তি গুলো ঘুরে দেখো
সেথায় তুমি যাও।
স্বামীহারা স্বামী ছাড়া
অনেককে পাবে
দুই তিন জন বাচ্চা
সহ দেখা যাবে।
তালপাতায় তৈরি ঘর
খড়ের বিছানা
পরের বেলা খাবে কি
তাদের অজানা।
দেহগুলো জীর্ণশীর্ণ
গায়ে ছেড়া বস্ত্র
দেহ যেন উঁকি দিচ্ছে
ঢাকছে যত্রতত্র।
ভোট এলে নেতা আসে
দেয় আশ্বাস
জয়ি হয়ে ভুলে যায়
ভাঙ্গে বিশ্বাস।
এইভাবে কেটে যাবে
সারাটি জীবন
ধুকেধুকে বেঁচে রবে
না হলে মরণ।
বস্তিবাসী বলে ডাকে
ভদ্রলোক যত
সবে মিলে কিছু দিলে
ওরা খুশি হত।
*******************
নাজিম উদ্দিন/ থানাপাড়া /
লালমনিরহাট

