চঞ্চলা হরিণী যেমন ছুটে বনে বনে
হরিণী মনটা ছুটে এখানে ওখানে।
মনকে কিছুতে আমি থামাতে পারি না
মনটা কি চায় আমি তাও জানি না।
অশান্ত এ মনের খবর কি করে বুঝিবো
মনটা কি চায় আমি কোথায় খুজিবো।
পাগল মন রে নিয়া পড়েছি বিপদে
সাহায্য করিবে কে বিপদে-আপদে।
ভাবিয়া ভাবিয়া আমি করিয়াছি পণ
শক্ত করিয়া আমি বাঁধিব এ মন।
মনকে বাঁধিব আমি কেমন করিয়া
সময় চলিয়া যায় ভাবিয়া ভাবিয়া।

