কলমে সাবেকুন নাহার মুক্তি
আসল জ্ঞানের সাধক যিনি
তর্ক নেই তার মোটে,
অজ্ঞ লোকের জ্ঞানের বড়াই
মূর্খতা যে ফোটে।
শূন্য কলসি বাজে বেশি
প্রবাদ বাক্যে বলে,
মূর্খ লোকের তর্ক বেশি
প্রবঞ্চনার ছলে।
কয়েকখানা সার্টিফিকেট
পেলেই মহা জ্ঞানী,
অহংকারের অহমিকা
দাম্ভিকতায় মানী ।
সার শূন্য যে মহা জ্ঞানী
ঢোল পিটিয়ে ফিরে,
এতো বেশি বাজায় ঢুলী
অল্পতে যায় ছিড়ে।
বিজ্ঞ লোকের গুনের কদর
নির্বোধ নাহি বুঝে,
জ্ঞানী লোকের গুনে ত্রুটি
মূর্খ সদা খুঁজে।

