ছায়া বৃত্তান্ত আরিফ চৌধুরী >>>
রাতের নির্জন নিঃসঙ্গতা আমাকে আলোড়িত করে প্রতিদিন
,চোখের পাতায় মদির ঘুমকাতুর ছায়া,
ক্লান্ত চোখে দুঃস্বপ্নের ধূসরতা,
আকাশে মেঘ জমেছে তবু বৃষ্টির দেখা মেলে না,চাঁদের আলোয় শূন্য হয়ে জ্বলে রাতের জোছনা,
অলীক স্বপ্নগুলো রাতের নির্জনতায়
বিচলিত অন্ধকারে হারায়,
রোদেলা দুপুরে প্রতিদিন মৃত্যু সংবাদ আসে,শহরের অলিতে-গলিতে কান্ত গণিকারা ঘোরে,
দূর সমুদ্রে নাবিকের গান ভেসে আসে,
আমাদের চকিত স্বপ্ন প্রার্থনা্য় নত হয়
বিপুলা পৃথিবীর ইতিহাসের পরিবর্তিত হয় জীবনেরই সময়ের পটভূমি
আলো- অন্ধকারের জীবনে চাওয়া পাওয়ার হিসেব মেলেনা কোন অংকে কখনো, তবুও জীবনের পথচলায় থেমে নেই জীবন স্বপ্নের আনন্দের অনুভূতি।

