
শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাটে খঁড়ের গাদায় চাপা পড়ে মা -ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তাদের শিশু সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেলো,ঘটনার সময়ে সুমি আক্তার গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই শিশু সন্তান পাশে খেলাধুলায় ব্যস্ত ছিলেন। হঠাৎ করে খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি আক্তার খড়ের গাদায় চাপা পড়েন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মিথিলা কানন বলেন, হাসপাতালে আনার আগেই মা ও দুই শিশুর মৃত্যু হয়।ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানিয়েছেন, তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।বর্তমানে তাদের লাশ ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।