
শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে মোবাইল ছিনতাই কালে আব্দুল খালেক(৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।আজ সকাল ১১টায় সোনাগাজীর বক্তারমুন্সী বাজারে এ ঘটনা ঘটে।সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ওই সময় উপজেলার বক্তারমুন্সি বাজারে এক পথচারীর মোবাইল ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার সাথে আরো এক সহযোগী ছিল।সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।