আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনাড়ম্বর পরিবেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,উন্নয়ন মেলা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালি শেষে উপজেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ বিভিন্ন দপ্তরের প্রদর্শিত উন্নয়ন স্টল ঘুরে ঘুরে পরির্দশন করেন।পরে ওই কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলার সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,কৃষি অফিসার লোকমান আলম,প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা নূরল আজীজ,ভেটেরিনারি সার্জন ডা.নাহিদ সুলতান,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানসহ অন্যান্য দপ্তরের কমকর্তা প্রমুখ।এসময় উপস্থিত কর্মকর্তাদ্বয় স্ব-স্ব বিভাগের সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন।

