কলমে মর্জিয় বেগম >>>
তার চরিত্রখানি
কী করেই বা জানি
মুখে এমন কথা
যেন বোঝে ব্যথা
চোখ ছলছল করে
অশ্রুজলও পড়ে
অথচ সুযোগ পেলে
প্রাণটা আমার খাবে গিলে।
ওগো আমার প্রিয়ে
শুধু কী নিজেরে নিয়ে!
থাকতে হবে চোখ মেলে-
পরের কথা ভুলে?
আর কতো আত্মচিন্তা করবেন।
এবার একটু থামুন,অন্যের মঙ্গল কামনা করুন।

