
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার কর্নফুলী উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর’২৩ ইং শুক্রবার সকাল ১০ টায় উপজেলার জুলধা ইউনিয়ন আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি খাস পুকুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নফুলী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সেলিম হক।আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতায় অ্যাফিলিয়েট ভুক্ত ১৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করার জন্য আবেদন করেন এবং ১৬ প্রতিষ্ঠান থেকে তিন ক্যাটাগরিতে সর্বমোট ৪৮ জন প্রতিযোগি প্রথম রাউন্ডে অংশ নিয়েছেন। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ড, ১৯ সেপ্টেম্বর তৃতীয় রাউন্ড এবং ২২ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তারা।স্থানীয় ক্রিড়ামোদী প্রচুর দর্শকদের উপস্থিতিতে সাঁতার প্রতিযোগিতাটি বেশ জমজমাট ও উপভোগ্য হয়ে উঠেছে।