
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারনা ও উন্নয়ন অগ্রগতী অবহিত করণে শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌকিদার’র মোড়ে এ সভা অনুষ্টিত হয়। চাঁদপাই ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে আয়োজিত সভায় ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো: রাহাত ইজারাদার এর সভাপতিত্বে এবং পৌর সাধারণ সম্পাদক অনিক চৌধুরী’র সঞ্চালনায়
বক্তৃতা রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ এইচ মিলন শিকারী, আ’লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজাহান সিদ্দিকী, যুব মহিলা লীগ নেত্রী সুমী লীলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, চিলা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি শেখ বাহদুর মুক্ত, মিঠাখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক প্রিন্স ডাকুয়া, সহ অন্যান্যরা।বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে দেশের স্বার্থে আবারও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করার আহ্বান জানানিয়ে বলেন,বিএনপি-জামায়াতের হাতে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ ছিলো না। তারা আবারো লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য বিদেশীদের কাছে ধন্যা দিচ্ছে। তারা রাষ্ট্রক্ষমতায় আসতে চায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য। কিন্তু প্রতিবারের মতো দেশের মানুষ এবারও তাদের প্রত্যাখান করবে। তাই আসুন নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হই। বক্তারা আরো বলেন এই আসনে অর্থাৎ রামপাল মোংলা সংসদীয়-৩ আসনে প্রধানমন্ত্রী যাকে নৌকা নিয়ে পাঠাবেন তার পক্ষে কাজ করে এই আসন তাকে উপহার দিবো।এ সময় আয়োজিত শ্রমিক সমাবেশে আওয়ামীলীগের বিপুল সংখ্যক বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।