আনোয়ারুল আজিমঃচাটখিল(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা দলিল লিখক সমিতি ও নকল নবীশ এসোসিয়েশনের উদ্যোগে জনপ্রিয় সাব রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুসাকে বিদায়ী সংবর্ধনা জানান। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় চাটখিল সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চাটখিল সাব রেজিস্ট্রি অফিসের সহকারী শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা নকল নবীশ এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদিকা রুবি আক্তার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলিল লিখক সমিতির সভাপতি মমিনুল ইসলাম দুলাল। সাধারণ সম্পাদক স্বপন পাটোয়ারী,সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জিএম ওমর ফারুক,সহ-সভাপতি মো: মনির হোসেন,দলিল লিখক ইলিয়াস কাঞ্চন,চাটখিল নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিদার, শাহিনা আক্তার মেঘলা, আরিফুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে,আবু মোহাম্মদ মুসা ২০২১ সালের ২৪ জানুয়ারি চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করে আজ পর্যন্ত মেধা ও সততার সাথে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলো।