
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
মোংলার মিঠাখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলার মিঠাখালী বাজার বণিক সমিতির আয়োজনে মিঠাখালি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত মত বিনিময় সভায় বিশিষ্ট সাংবাদিক ও মিঠাখালী বাজার বণিক সমিতির সভাপতি সুমেল সারাফাত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মোংলা – রামপাল) সার্কেল মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনসার্জ ওসি মোহাম্মাদ সামসুদ্দিন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, চাঁদপাই ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন উদ্দিন, শিরিয়া বেগম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, সংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ্, সহ অন্যান্যরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে বাজারে সিসি ক্যামেরা স্থাপন, দক্ষ নৈশপ্রহরী নিয়গ, মাদকদ্রব্য বিক্রয়-সেবন, যৌতুক, ইভটিজিং, চুরি, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বক্তরা। এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।