
প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)
পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। দেড় কেজি গাঁজাসহ আটক ব্যক্তির নাম স্বাগতম চাকমা (২৫)। সে ১নং লোগাং ইউপির পহর চান পাড়ার বিমল কান্তি চাকমা ও প্রিয়তী চাকমার ছেলে।ত্ৰিশ পিচ ইয়াবাসহ আটক হয়েছে মিতু চাকমা (২০)। সে উপজেলার ৩নং পানছড়ি ইউপির জ্যোর্তিময় কার্বারী পাড়ার দংগ্যাওলা চাকমা ও তুংবি চাকমার ছেলে। পানছড়ি থানা সূত্রে জানা যায়, এই সফল অভিযান দুটির দিক নির্দেশক ছিলেন পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ।৮ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা বিশেষঅভিযান পরিচালনা করাকালীন সময় ইসলামপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ স্বাগতম চাকমাকে আটক করে।অপরদিকে এসআই অনিক কুমার দে;র নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা ৮ সেপ্টেম্বর রাতে তালুকদার পাড়া এলাকা থেকে ত্রিশ পিচ ইয়াবাসহ মিতু চাকমাকে আটক করে।পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।