
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ৫২৪৯ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,মোংলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃঞ্চের জন্মষ্টমী পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সনাাতন ধর্মীবম্বলী তরুন-তরুনীসহ নানা বয়সের মানুষ বিভিন্ন সাজে ঢাক-ডোলসহ অংশ নিয়ে দেবকীর গর্ভে জন্মে নেয়া ভগবান শ্রী কৃঞ্চকে স্বাগতম জানায়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পূজা মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে মোংলা উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি পিজুষ কান্তি মজুমদার’র সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উদয় শংকর বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন মোংলা রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন,বাংলাদেশ পুজা উধযাপন কমিটির বাগেরহাট জেলার সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, চিলা ইউনিয়নে আওয়ামীগের সভাপতি মিহির কান্তি ভান্ডারি।