
সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর,গোয়াইনঘাট, জাফলং, কানাইঘাট সেই সাথে সিলেট তামাবিল মহাসড়ক ব্যবহার করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতের সুবিধার্থে এবং সিলেট নগরীর আম্বরখানা সহ বিভিন্ন পয়েন্টে ভোগান্তি এড়াতে হরিপুর টু এয়ারপোর্ট রাস্তাটি প্রশস্হকরণের দাবী জানিয়েছেন জৈন্তাপুরের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।সিলেট -৪ আসনে স্হানীয় সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বরাবর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তার বার্তাটি অনুরূপ ভাবে তুলে ধরা হলো—প্রবাসীদের যাতায়াতের স্বার্থে হরিপুর টু এয়ারপোর্ট সড়ককে ২ লেনে রুপান্তর দাবি – আব্দুল গফফার চৌধুরী খসরু মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী: আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, প্রবাসী অধ্যুষিত কানাইঘাট, জৈন্তাপুর ও জাফলং সহ গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার প্রবাসীরা সিলেট শহর হয়ে আম্বরখানার ভয়াবহ যানজটের মধ্যে দিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত যাতায়াত করেন।সিলেট জাফলং রাস্তার হরিপুর মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বিকল্প যে রাস্তা রয়েছে তা খুবই ছোট, এলোমেলো ও আঁকাবাঁকা সড়ক হিসেবে পরিচিত। সরকারি নীতিমালা মোতাবেক ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যেসমস্ত উপজেলার সড়ক ১০/১২ ফুট প্রস্ত আছে ওই গুলোকে ২৪ ফুটে সম্প্রসারণ করতে এল জি ই ডি উধর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন (৩১ ডিসেম্বর ২০১৭ সাপ্তাহিক প্রথম আলো নিউইয়র্ক) তাই আমাদের প্রবাসীদের প্রাণের দাবী হরিপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বর্তমান সড়ককে একেবারে সরাসরি ও সোজা করে নুন্যতম ২ লেনে রুপান্তর করা হলে এ সড়ক দিয়ে দুটি গাড়ী অনায়াসে যাতায়াত করতে পারবে। পাশাপাশি আমরা তিন উপজেলার প্রবাসীরা সিলেট এয়ারপোর্টে বিমান থেকে নেমে সিলেট শহরের প্রবেশ মুখ আম্বরখানার প্রচন্ড যানজট এড়িয়ে এয়ারপোর্টের পুর্ব দিকে সাহেব বাজার – হরিপুর রাস্তা দিয়ে যার যার গন্তব্যে দ্রুত সময়ে যাতায়াত করতে পারবো। এবং যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও আরো আরামদায়ক হবে। জাফলং সিলেট সড়কের মধ্যে হরিপুর থেকে এয়ারপোর্টের যাওয়ার রাস্তা প্রবাসীরা প্রায়ই খুজে পান না। তাই প্রবাসীদের স্বার্থে হরিপুর থেকে বিমানবন্দরের পথ দিক নিদর্শনা (সাইনবোর্ড) স্থাপন জরুরী হয়ে পড়ছে।পরিশেষে মন্ত্রী মহোদয় : আমরা উক্ত তিন উপজেলার লাখো প্রবাসীদের অতি প্রয়োজনীয় দাবিটি বিশেষ ভাবে বিবেচনার জন্য আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি। আপনি আন্তরিকতার সাথে নিজে উদ্দ্যোগ নিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করলে আমরা প্রবাসীরা দারুণ ভাবে উপকৃত হবো। আজীবন আপনাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো ইনশাল্লাহ। সবশেষে মহান রাব্বুল আলামীন আপনার হায়াত দীর্ঘ করুন এবং আজীবন কল্যাণ দিন।