
মো সাইফুল ইসলাম বাবু-বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বসতভিটা হইতে ভারতীয় চোরাই পথে আসা মজুদকৃত ৩৫ বস্তা চিনি আটক করেছে পুলিশ।পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা মোতাবেক ৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।এসময় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের কাওসার আহমেদের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তা চিনি আটক করা হয়। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে চোরাকারবারে জড়ীত আসামি কাওসার আহমেদ পালিয়ে যায়।পলাতক আসামি কাওসার আহমেদ (২১) অত্র ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে ভারত হতে চোরাইপথে আনা চিনিগুলো অন্যত্র পাচারের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ করে রেখেছিলো।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তাজুল ইসলাম পিপিএম বসতভিটা হইতে ৩৫ বস্তা চিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উক্তো ঘটনায় কাওসার আহমেদ (২১) কে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। তিনি আরো জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।