আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে শহরের বাদশা টাউন হলে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক বিশাল র্যালি আনুষ্ঠিত হয়। র্যালিতে কয়েক হাজার নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লা-আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিছ ইসলাম স্বপ্না, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাবেক ছাত্রদল নেতা সফিকুল ইসলাম জনি প্রমূখ।

