কলমে: মোঃ সুজা মিয়া >>>
করতে চাও যদি বিয়ে-শাদী
করতে হবে সরকারি চাকুরী,
না হলে মেয়ের বাবা বলবে
রাস্তা মাপো বাপু তাড়াতাড়ি।
যদি থাকো তুমি পাত্র বেকার
মেয়ের বাবা তোমায় বলবে,
সরকারি চাকরিজীবি নয়তো
হতে হবে পাত্র অন্তত মেকার।
এটাই হলো সমাজের নিয়ম
সুপাত্রের কোন মূল্যায়ন নাই,
সরকারি চাকরি করলে পাত্র
চরিত্রের কোন দোষ তার নাই
পাত্র যদি হয় কালো কুচকুচে
আর টাকযুক্ত ও ভুড়িওয়ালা,
তবুও চলবে মেয়ের বাবার
পাত্রযে সরকারি চাকরি ওয়ালা।
যদি হয় সুপাত্র পরহেজগার
ঈমানদার পাঁচ ওয়াক্ত নামাজি,
তবুও মেয়ের বাবা বলবে পাএ
করে নাতো সরকারি চাকরী।
বর্তমান সমাজে এটাই চলছে
সুপাত্রের কোন মূল্যায়ন নাই,
সরকারি চাকরী করলে তুমি
সমাজের কাছে তুমি সুপাত্রই।

