
রাবি প্রতিনিধি
সিজেটএম থেকে মাসে ৩হাজার টাকা বৃত্তি নিয়ে মাসিক খরচ চালাতেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোঃ রাসেল আলী, রাজশাহী নোয়াহাটে বাসা তার। গত জুলাই মাসে বৃত্তির টাকা দেওয়া বন্ধ হয়ে যাওয়াই বিপাকে, মাসিক খরচ নিয়ে।৩য় বর্যের ভর্তি, মাসিক খরচ পরিবার থেকে অসুস্থ বাবা দিতে না পারাই চিন্তিত রাসেল। এ বিসয় সাহ্ মখদুম হলের ছাত্রলীগের সভাপতি তাজবিউল ইসলাম অপুর্ব শুনে তাকে হলে থাকার ব্যাবস্থা করে এবং খাবার টাকা সহ মাসিক খরচের দায়িত্ব নেন।এব্যাপারে রাসেল বলেন, “প্রত্যাশার থেকে বেশি পাওয়া, আমি আনন্দিত, পড়ালেখা চালিয়ে যেতে টাকাটা, দূরবস্থা থেকে বাচিয়েছে। ভায়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই টাকা না দিলে ৩য় বর্ষে ভর্তি হতে পারতামনা”এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি অপুর্ব বলেন, “পারিবারিক সমস্যা এবং প্রতিবন্ধি আবস্থা দেখে আমার খারাপ লাগে। হলে থাকার জাইগা দিয়ে, ডাইনিংয়ে বলে দিয়েছি।মাস শেষে আমার থেকে টাকা নিবে।” দোআ পাওয়ার উদ্দেশ্যে করেন, তিনি ১১টি খাতা, কলম কিনে, ভর্তির টাকা দিয়ে বলেন নিজের ভইয়ের মতোই খেয়াল রাখবেন।
ইনসান আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়