আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
বাল্যবিবাহ মুক্তকরণে আমাদের প্রত্যয় “আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ মুক্তকরণ উপজেলা বাস্তবায়নে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে কন্যা শিশুদের বাল্যবিবাহের শৃংখল থেকে রক্ষা করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার এ মহতি কার্যক্রম হাতে নেয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ উপলক্ষে মঙ্গলবার সকালে ২টি ভেন্যুতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে বাল্যবিবাহ মুক্ত দক্ষিণ রাজিব গ্রামবাসীর উদ্যোগে উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণের সফলতার গল্প সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য ওই গ্রামবাসীর ৫শতাধিক নারী-পুরুষের সাথে মতবিনিময় করেন।২য় পর্যায়ে উপজেলা হলরুমে বাল্যবিবাহ মুক্ত করণে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে এবং সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাল্যবিবাহ নিরোধের অগ্রগতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে জন্য উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩ শতাধিক অংশগ্রহণকারীর
সাথে মতবিনিময় করেন।জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা,ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট,জেলা জজ (কমপ্লাইন্ট এন্ড ইনকোয়েরি পরিচালক)আশরাফুল আলম,এডমিন এন্ড ফাইন্যান্সের পরিচালক কাজী আরফান আশিক,জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক গাজী সালাউদ্দিন,উপ-পরিচালক এম রবিউল ইসলাম,জেলা পুলিশ সুপার গোলাম সবুর,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী,সমাজসেবা কর্মকর্তা,জাকির হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাজীব কুমার রায়,ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর,অপারেশন্স চন্দন জেড গমেজসহ আরো উপস্থিত ছিলেন,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,উপজেলার সকল দপ্তরের কমকর্তা ও মাধ্যমিক এবং মাদরাসা পর্যায়ের প্রধানগণ প্রমুখ।মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে বক্তাগণ ইতিপূর্বে সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনাসহ পুরো উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণের কার্যকরী ভূমিকার অগ্রগতি নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

