
সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নিশাত আক্তার (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব গর্দনা গ্রামের ওমান প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী তার দুই সন্তান সাদিক আহমেদ( ৯) ও নিশাত আক্তারকে নিয়ে নিজের পিতার বাড়ী একই ইউনিয়নের সুটারীসেনগ্রাম বেড়াতে আসেন গত ২৫শে আগষ্ট।২৮শে আগষ্ট ঘটনাটার দিন নিশাতের মা সাদিনা বেগম দুপুর ২ ঘটিকায় শিশু নিশাতকে রুমে রেখে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় শেষে তিনি তার কন্যাকে রুমে না দেখে চারপাশে ছোটাছুটি করে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তার বাবার বাড়ীর পূর্বকোনে অবস্হিত পুকুরে শিশু নিশাতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় মা সাদিনা আক্তার।সেসময় মায়ের চিৎকারে বাড়ীর লোকজনের সহায়তায় পুকুর থেকে নিশাতের নিথর দেহ তুলে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু নিশাতকে মৃত ঘোষনা করেন।এদিকে পুকুরে ডুবে শিশু নিশাতের মৃত্যুর বিষয়ট নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক। তিনি জানান নিহত নিশাতের মরদেত তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, সেই সাথে সকল অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ করে পানি,আগুন, বিদ্যুৎ থেকে নিরাপদে থাকতে বাড়তি নজরদারি রাখার অনুরোধ জানান।