
অদ্য ২৫/০৮/২০২৩ তারিখে জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকার জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা-আলাউদ্দিন সাউদ, মাতা-সালমা পারভীন বেবি, স্থায়ী: গ্রাম- দক্ষিণ লক্ষণখোলা, ২৫নং ওয়ার্ড, হোল্ডিং নং-২০৮, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, উপজেলা/থানা- বন্দর, জেলা –নারায়ণগঞ্জ এর নিকট হইতে ১টি পুলিশ বেল্ট, ১টি পুলিশ ক্যাপ, ১টি জ্যাকেট, ১টি কালো ক্যাপ, ২টি এনড্রয়েট মোবাইল ও নগদ-২৬,০০০/-টাকা ২৫ আগস্ট, ২০২৩, ০০.০৫ ঘটিকায় উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ২৫ আগস্ট, ২০২৩; জি আর নং-২৮৫, তারিখ- ২৫ আগস্ট, ২০২৩; ধারা-১৭০/১৭১ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।