
এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলায় শোক সমাবেশ করেছেন শ্রমিকলীগ। মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নে মোল্লাহাট বাজারে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জাতীয় শ্রমিকলীগের মোংলা উপজেলা কমিটির আয়োজনে এ শোক সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, মোংলা উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আঃ জলিল শিকদার, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, শ্রমিকলীগের উপজেলা কমিটির সভাপতি এ, এইচ মিলন শিকারী, পৌর শ্রমিকলীগের সভাপতি ফিরোজ শাহ্, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।শোক সমাবেশে বক্তরা ১৫আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের উপর নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে সকল খুনিদের ফাঁসি চান। বক্তারা আরো বলেন, এদেশে বিএনপি-জামায়াত আর ক্ষমতায় আসতে পারবেনা। তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।আওয়ামীলীগের শাসনামলে মোংলার উন্নয়ন হয়েছে দাবি করে আগামীতেও এখানে যে, প্রার্থী নৌকা প্রতীক পাবেন তার পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।