
এ ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):
ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচীর আওতায় এবার মোংলায় ফলজ গাছ পেলো পাঁচ হাজার পরিবার। সোমবার (২১আগষ্ট) বিকেলে উপজেলার চিলা ইউনিয়নের প্রতি পরিবারে নারিকেল, কদবেল ও সফেদার তিনটি গাছের চারা বিতারণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ হাজার পরিবারে এই ফলজ গাছ বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ উপস্থিত থেকে পরিবারগুলোর মধ্যে এই গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী’র মোংলা প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদার, মোঃ শাহবুদ্দিনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন বলেন, ২০১৯ সাল থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় কাজ করে আসছেন ব্র্যাক। তারই ধারাবাহিকতায় মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নে ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার পরিবারে তিনটি করে নারিকেল, কদবেল ও সফেদাসহ ১৫হাজার গাছের চাঁরা বিতরণ করছেন। নারিকেল, কদবেল ও সফেদা গাছ লবণ-সহিষ্ণু এবং এই এলাকার জন্য উপযোগী। এজন্য এসব ফলজ গাছ বিতরণ করা হয়। এদিকে গাছের চারা পেয়ে সাধারণ জনগণ তাদের সন্তুিষ্ট ও কৃতঙ্গতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী ২০১৯ সাল থেকে মোংলা উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ৫৪৭৫টি পরিবারকে সরাসরি খানা ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও কমিউনিটি ভিত্তিক ২৬টি প্রতিষ্ঠানে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি প্রদাণ করেছেন।