
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার ষরযন্ত্র করার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোংলা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার (২১ আগষ্ট) দুপুরে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান সিদ্দিকীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় বক্তরা বলেন, তারেক রহমানের ইন্ধনে ২০০৪সালের গ্রেনেড হামলা হয়েছিলো। তাই তারেক রহমানসহ এ বর্বরোচিত গ্রেনেড হামলার সাথে জড়িতদের গ্রেফতারসহ ফাঁসির দাবী জানান।এর আগে ছাত্রলীগের উদ্যোগে গ্ৰেনেড হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগ।