কবি:প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত >>>
_________________
বই জীবনের আলো,
ঊষার লগ্ন,
জ্ঞানের পীঠস্থান,
আশার আলো,
মনের ভোর,
জীবনের ধারা,
জীবন শক্তের গান,
পুরোজীবনের মান,
মানসিক শান্তির বান,
গ্রন্থাগারিক “বই ও তথ্য” গুছিয়ে রাখার অবদান।
গ্রন্থাগারে বই থাকে,
থাকে তথ্যের ভান্ডার,
চাহিদা অনুযায়ী পাঠককে বই সরবরাহ,
গ্রন্থাগারিকের আছে কাজের তারতম্য।
রঙ্গনাথনের জন্মদিনকে ঘিরে,
আগস্টের বারো তারিখে,
গ্রন্থাগার দিবস পালন হয়ে থাকে।
“তথ্য বিজ্ঞানের জনক” বলা হয় তাকে,
তার গ্রন্থাগারের পাঁচটি আইন মেনে,
চলতে হয় সকল গ্রন্থাগারিককে।
তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তিগত থাবা দানা বেধেছে
গ্রন্থাগারে,
রঙ্গনাথের নিয়ম যুগযুগ ধরে চলছে।
গ্রন্থাগারের উন্নতি আজ সর্বদিকে,
গ্রন্থাগারিকদের ভূমিকা সর্বাগ্রে।

