কলমেঃ মোঃ সুজা মিয়া >>>
ফজর নামাজ দিয়ে জীবন শুরু
এশা নামাজ দিয়ে জীবন শেষ,
আল্লাহ তায়ালার বিধান মেনে
চললে মানুষের জীবন যাবে বেশ।
শিশিরভেজা আঙিনাতে যখন
শিউলী ফুল ভোরে মিষ্টি হাসে,
মসজিদ থেকে মোয়াজ্জিন তখন
ফজরের নামাজের জন্য ডাকে।
মাথার ওপর যখন দাঁড়ায় সূর্য
সূর্য ছায়া আবার ঝুঁকে পড়ে,
ঠিক তখনই জোহরের নামাজ
আসে প্রতি মুসলিম ঘরে ঘরে।
সূর্য যখন পশ্চিমে যায় হেলে
আকাশ নদীর বাতাস কেটে,
সূর্য যখন কোমলমতি হয়
আসর এসে মনের কথা কয়।
আর কতদূর হাঁটতে হবে মামা
আর কতদূর পথের পাড়ি,
এবার তবে ফিরতে হবে বাড়ি
মাগরিব যে এলো তাড়াতাড়ি।
সূর্য গেল ফিরে নিজের দেশে
আকাশ ভরা অসংখ্য তারা,
আকাশ জুড়ে গোধূলি রঙ
এখন এশার নামাজের পালা।

