
মো: আরমান (বাঁশখালী)
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের আওতাধীন ২নং সাধনপুর ইউনিয়ন শাখার নবগঠিত পরিষদ (২০২৩-২৪) সেশনের অভিষেক উপলক্ষ্যে, “বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি’২৩” সংগঠনের সভাপতি মুহাম্মদ আজিম বিন মালেক’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ওবাইদ রেজা’র সঞ্চালনায় আজ ১৯ আগস্ট’২৩ শনিবার বিকেল ৩টায় পশ্চিম সাধনপুর রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী, প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী উপজেলা উত্তর শাখার সম্মানিত শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক ছাত্রনেতা মুহাম্মদ জুনাইদুল হক
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, যুবসেনা সাধনপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ রবিউল হোসেন
ইউনিয়নের দায়িত্বশীলদের মধ্যে, নেছার, দোস্ত মোহাম্মদ, সোহেল, শওকত, মাঈন, ওসমান, তৌহিদ, রিদুয়ানুক হক, ফাহিম, ইরফান প্রমুখ এবং এলাকার মুরব্বি ও অত্র স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশপ্রেম ঈমানের অংশ, সে হিসেবে দেশকে সুস্থ-স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছ অক্সিজেন গ্রহনে বৃক্ষরোপনের বিকল্প নেই। আরো বলেন সু্স্থ মানসিকতা বিকাশের লক্ষে শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন ধরণের জ্ঞানমূলক প্রতিযোগীতা ও ইসলামের সঠিক দিকনির্দেনামূলক প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করতে হবে, তবেই দেশে সু-নাগরিক তৈরী হবে এবং ছাত্র সমাজ সঠিক পথ খুজে পাবে।পরিশেষে, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।