মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইস্টফান তিরকি নামে এক আদিবাসী খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের সময় ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় একই সম্প্রদায়ের ৩জনকে আটক করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।ইস্টফান তিরকি ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদপাড়ার দানিয়েল তিরকির ছেলেবলে জানাগেছ।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ- এ তথ্য নিশ্চিত করেছেন।আটকৃতরা হলেন- প্রদীপ তিরকি,জুলিয়ান টপ্প ও মনোরঞ্জন তীগ্যা।ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মামুনুর রশিদ জানান, স্থানীয় কয়েকজন লোক রাত সাড়ে ১০টার দিকে পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।স্থানীয় লোকজন ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান- ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সালাম জানাই ইস্টফানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওসি ফিরোজ বলেন প্রাথমিক সূরত হাল দেখে ধারণা করা হচ্ছে, জমিজমার বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।এবিষয়ে এখনো মামলা হয়নি। হত্যা কান্ডের ঘটনায় রাতে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

