
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>> সাতকানিয়া উপজেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ ওয়ার্ড। এখানে সব ঘরেই পানি ঘরের ছালা সমান, ৪০০/৫০০ মিটারের মধ্যে এক ডলু নদীর ৫ ভাঙ্গন, এমন আকষ্মিকতায় সবচেয়ে বেশি আতঙ্কিত আর ভীতি অবস্থায় দিন পার করেছিল কোমলমতি শিশুরা,এর রেশ এখনো কাটেনি, এই অবুঝ শিশুদের অন্তর থেকে ভয় এবং আতংক দুর করতে শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন এর অর্থায়নে ক্ষুদ্র প্রচেষ্টা, ৭ ও ৮ নং ওয়ার্ডের বেশ কিছু শিশুদের স্বল্প পরিসরে আজ নতুন জামা কাপড় উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছেলে মেয়ে গুলোর হাতে নতুন জামা তুলে দেওয়ার পর যে বিরল অভূত পূর্ণ উচ্ছ্বাস দেখা গিয়েছে ,সেটা ঈদের আনন্দের চেয়েও কোন অংশে কম নয়।
এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ’র ঐকান্তিক চেষ্টায় ও যুবলীগ সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আবছার অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করা হয়েছে,বিতরণ কালের সাথে ছিলেন,শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন এর,সকল সদস্য এবং পরিচালক বৃন্দরা ,শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন এর,নির্বাহী পরিচালক, মোহাম্মদ শাকিল মাহমুদ গণমাধ্যমকে বলেন,গোলাম হোসেন ফাউন্ডেশন,প্রতিষ্ঠা লগ্ন থেকে,হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে,আপনারা জানেন,বন্যা দুর্গতদের মাঝে,কিছুদিন আগে আমাদের ফাউন্ডেশন অর্থায়নে ৬ শত পরিবারকে মানসম্মত শুকনো খাবার তুলে দিয়েছে,এবং এখনো আমাদের কার্যক্রম চলমান রয়েছে,আমরা আগামীতে যে কোন দুর্যোগ , দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই ,আপনারা সকলে আমাদের জন্য এবং শহীদ গোলাম হোসেন পরিবারের জন্য দোয়া করবেন,যাহাতে আমরা মানবতার কল্যাণ,কাজ করে যেতে পারি ৷