
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৪কর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালীরমেঠ ও সাহেবের মেঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছেন পুলিশ।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকার উৎখাতের পায়তারার অভিযোগে সক্রিয় ৪জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার বিরোধী ষড়যন্ত্রের সময় হাতেনাতে তাদেরকে গ্রেফতার করেছেন পুলিশ। আটককৃতরা হলেন, মিঠাখালীর ইউনিয়নের সাহেবেরমেঠ গ্ৰামের মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), মোঃ উজ্জল গাজী (২২), গোয়ালীরমেঠের আঃ মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি লোহার রড, ৮টি বাঁশের লাঠি, ২লিটার পেট্টোল ও ২ বক্স দিয়াশলাই জব্দ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৩জনের নাম উল্লেখসহ ৪০/৫০জন অজ্ঞাতনামা আসামী রয়েছেন।