
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কর্তৃক বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে ছয়ঘরিয়া,বৈঠাঘাটা, খুলনা হইতে বিষধর খৈয়ে জাতের কিং কোবরা সাপ উদ্ধার করে করমজল সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ঘেরের মৎস্যজীবীর জালে ধরা পড়া কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ৫থেকে ৬ফুট, স্হানীয়রা সাপটি দেখতে পেয়ে বনদফতরের কর্মীদের খবর দিলে বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে সাপটিকে সুস্থ করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বন্য প্রাণী প্রজজন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। ৫ ফুট লম্বা ৩ কেজি ওজনের খৈয়ে রংয়ের কিং কোবরা প্রজাতির সাপটি খুলনার ছয়ঘরিয়া বৈঠাঘাটা মৎস্য ঘেরর জাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হয় সুন্দরবন জঙ্গল থেকে নদী পার হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বিষধর সাপটি। সুন্দর বন বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা হাওলাদার আজদ কবির জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি আক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দর বন করমজল অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন সুন্দর বনের বন্য প্রানী খাবারের সন্ধানে লোকালয় বেড়িয়ে পড়ে। আপনারা এই জাতীয় প্রানী না মেরে আমাদের খবর দিবেন আমরা উদ্ধার করে সুন্দর বনে অবমুক্ত করে দিব। এতে করে সুন্দর বনের বন্য প্রাণী সংরক্ষিত হবে।