
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
২০০৫ সালের ১৭ আগস্ট সাড়াদেশে বিভিন্ন জেলায় এক সাথে জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে মোংলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৭ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম’র সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা থানার ওসি সামসুদ্দীন, মিঠাখালী ইউনিয়ন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল,পৌর কৃষকলীগের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস (ইমন),বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা মলীনা ধূনী, সদস্য মারিয়া সরকার, পৌর মৎস্যজীবিলীগের সভাপতি আফজাল ফরাজী, সাধারণ সম্পাদক হালিম কাজী সহ উপজেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ।প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগষ্ট ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং বর্তমানে যে সকল জংগীসংঠন মাথা চাড়া দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।