
সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে টেউটিন, নগত অর্থ ও গবাদিপশু বিতরণ করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।১৬ই আগষ্ট (বুধবার) বেলা ১০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ৭ টি প্রতিষ্ঠান যার মধ্যে ৩ টি মসজিদ,২টি মাদ্রাসা, ১ টি সেবাশ্রম ও ১টিপূজা মন্ডপে মোট ৮০ বান্ডেল ঢেউটিন ও ২ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।এরপর বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রানীসম্পদ দপ্তরে আয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন সুফলভোগীদের মাঝে গবাদীপশু বিতরণ করেন। এসময় মন্ত্রী মহোদয় প্রানী সম্পদ দপ্তরের উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান জৈন্তাপুর প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রানী সম্পদ কর্মকর্তা ডা আবদুল্লাহ আল মাসুদ।এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুখ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ( এলডিডিপি) ডা মো সাইফউদ্দিন,উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা আবু জাহের, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যাক্তিবর্গ।এর আগে সকাল সাড়ে নয় ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলায় নব নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজ,তৈয়ব আলী ডিগ্রি কলেজ ও সাইট্রাস গবেষণা কেন্দ্র পরিদর্শনে আসেন মন্ত্রী।