রাজীবপুর প্রতিনিধি>>>
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতীয় আসাম রাজ্যের পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি উপচে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়ে। সরকারের সহযোগীতায় জেলা প্রশাসক এর নির্দেশে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রহ্মপুত্র নদের পানি বন্দি ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শত জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ত্রাণ সহায়তা হিসাবে উপজেলার কোদালকাটি ইউনিয়নে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তাসহ আরো অনেককে, এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ও পানি বন্দি মানুষের খোঁজ খবর নিয়ে ত্রাণ সহায়তা করা হচ্ছে। আমাদের এই ত্রাণ সহায়তা অব্যহত থাকবে।

