কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি মিছিল বের করে রাজীবপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে। পরে রাজীবপুর উপজেলা শিশু পার্কে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার সভাপতিত্বে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেরাজ উদ দৌল্লা, যুগ্ন সাধারণ আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার যুবলীগ ও ছাত্রলীগ সহ আরো অনেকে। পরে মসজিদ, মাদ্রাসা ও নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম কিবরিয়া।

