
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি উহুইউন এইচপোই। সোমবার বেলা ১১টায় বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি। এরপর জাহাজটি হতে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। বিদেশী জাহাজ হতে খালাসের সাথে সাথেই এ সকল নির্মাণ সামগ্রী (বিভিন্ন ধরণের মালামাল) নৌযানে (বার্জ) করে নদীপথে নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার মোঃ শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি এম,ভি উহুইউন এইচপোই। এ জাহাজটি সোমবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১হাজার ৭শ ১৭দশমিক ৫৫মেট্টিক টন ওজনের ১শ ৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ১টা থেকে এ জাহাজটি হতে এ পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাস করতে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানিয়েছেন শিপিং এজেন্টে’র কর্মকর্তা।