
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় বন্যায় কবলে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবে। সাহসিকতার সহিত এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। তিনি গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। বিতরণ করা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, বিস্কুট, ২ লিটার পানি ও মোমবাতি।খাদ্য সামগ্রী ৷এলাকাবাসীর একাধিক সূত্র জানান,আমিনুল ইসলাম আমিনের বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপর,তিনি সাতকানিয়া লোহাগাড়া মানুষের,আস্তার পথিক, তার নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়া অনেক এগিয়ে গেছে,সর্বদা মানুষের খবরা-খবর নিচ্ছেন ,এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষে মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, আমরা তার রাজনৈতিক জীবনের সফলতা কামনা করছি ৷বিতরণকালে সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, যুবলীগ নেতা মোরশেদ, শফিউল আলম সোহেল, মুনতাসীর ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।