
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী নানা আয়োজনের মধ্যে পটুয়াখালীতেও আন্তজার্তিক যুব দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (১২ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা যুব ভবনে ‘যুবকদের জন্য সবুজ দক্ষতা; টেকসই বিশ্বের দিকে’ স্লোগানে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও বিতরণ এবং দক্ষতা অর্জন কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। পটুয়াখালী সদর যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামিমের সঞ্চালনায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদী, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর কামরুল ইসলাম সহ যুব সংগঠক বৃন্দ।আলোচনা সভায় বক্তরা বলেন, ৪র্থ শিল্প বিল্পবের যুগে নিজেদের খাপখাইয়ে নিতে কর্মদক্ষতা অর্জন করতে হবে। এমন কর্মদক্ষতা অর্জন করতে, নিজের কর্মসংস্থানে সঙ্গে আরও তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। বৈশ্বিক পরিবর্তন ও অগ্রযাত্রার সঙ্গে টিকে থাকতে পরিকল্পিত ব্যবসা বা উৎপাদনমূখী উদ্যোক্তা হতে হবে।পরে যুব ভবন চত্বরে বৃক্ষ রোপণ, যুবদের মধ্যে গাছের চারা বিতরণ, প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।