
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রায় সোয়া ৯কোটি টাকা ব্যয়ে পৃথক পৃথক স্থানে ৩টি পল্লী সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য ও জাপা’র ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি এ কাজের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম,মাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,এমপির ব্যাক্তিগত সহকারী রায়হানুল হাসান রুমি,প্রেস সচিব কমল রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জাপার শতাধিক নেতাকর্মী প্রমুখ।জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)বাস্তবায়নে ১কোটি২১লাখ ৯৬ হাজার ৩৬২টাকা নির্মান ব্যয়ে গাড়াগ্রাম ডিসির মোড় আরএইচডি হতে কৈমারী জিসি বদির কাছারী পর্যন্ত ৯৭০ মিটার সড়ক। ৪কোটি ২৩লাখ ৪৯হাজার ৪৫৩ টাকা ব্যয়ে গাড়াগ্রাম দোলা হতে পীরের হাট পর্যন্ত ৩ হাজার ৭২১মিটার সড়ক। ৩ কোটি ৭২ লাখ ৭১হাজার টাকা ব্যয়ে মাগুড়া জিসি হতে কিশোরগঞ্জ-তারাগঞ্জ বাহাগিলী স্টিল ব্রীজ পর্যন্ত ২ হাজার ৩০০মিটার সড়ক।যা তিনটি সড়কে ৯কোটি ১৮লাখ১৬ হাজার ৪১৫ টাকা ব্যয়ে ৬হাজার ২৯১মিটার সড়ক নির্মান করা হবে।সড়ক উদ্বোধনী অনুষ্ঠানের মোনাজাত শেষে এমপি আদেল বলেন,গ্রাম হবে শহর।এই লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ জীবনের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।আর তাই গ্রামের রাস্তা ঘাট,মসজিদ,মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে অনেক কাজ করা হয়েছে।গ্রামের চিত্র এখন পাল্টে গেছে।শহরের সুবিধা এখন গ্রামেই মিলছে।এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করার জন্য উপস্থিত ব্যাক্তিবর্গের প্রতি আহবান জানান তিনি।