মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোববার (৬ আগষ্ট) রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার সময় রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী পাইকার বস্তুিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়ীর সামনে বাঁশঝাড়ের নিচে কাঁচা রাস্তার উপর হতে ১০ বোতল ফেন্সিডিলসহ শাহাজান আলী ওরফে বুলু (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।শাহাজান রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।আটকের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, আসামিকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

