
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ৩০পিচ ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। আটক লিটন মিয়া (২৬) নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পানিয়াল পুকুর চানশাপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।থানা সূত্রে জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোটর সাইকেলসহ লিটনকে পুলিশ আটক করেন।এসময় মোটর সাইকেলের মালিক নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ মোটর সাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি’র সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।আটক লিটন নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে শুনা গেছে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।