
মোঃ আরাফাত তালুকদার।
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় জন্মদিন পালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০ টায় জেলার ব্যায়ামাগারে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানান- জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম-বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ সুলতান আহমেদ, মোঃ শাহ জাহান খান, দপ্তর সম্পাদক এডঃ হারুন অর রশিদ, অর্থ সম্পাদক গাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং বিকেলে ডিসি স্কয়ারে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।