
এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট ):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের সঙ্গে ঢাকা কলেজে লেখাপড়ার অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, ‘ঢাকা কলেজের সবচেয়ে জনপ্রিয় ছাত্র ছিলেন শেখ কামাল। তার ব্যবহার ছিল অমায়িক। তার মাঝে ছিল নেতৃত্বের সব গুণাবলি। শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতার সঙ্গে মুক্তিবাহিনীকে পরিচালনা করেছেন। বাংলাদেশের অভ্যুদয়ে শেখ কামাল সাহসী ভূমিকা পালন করেছেন। আমাদের শেখ কামালের মতো সাহসী ও দেশপ্রেমিক হতে হবে।শনিবার (৫ আগস্ট) মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বেলা ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় পৌর মেয়র শেখ আব্দুর রহমান’র সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রানা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসাদের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ, প্রমুখ। এসময় মোংলা থানা অফিসার ইনসার্জ মোহাম্মাদ সামসুদ্দীন, মিঠাখালী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজাহান সিদ্দিকী, কাউন্সিলর জি এম আল-আমিন, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার, পৌর ছাত্রলীগের সহ – সভাপতি আব্দুল্লাহ্ আলামিন (সানি) সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তি আজকে দেশে আন্দোলনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাসের যে আলামত আমরা পাচ্ছি, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত চলছে, সরকার হটানোর চক্রান্ত এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। শেষে কেক কেটে পালন করা হয় শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষীকি।