
আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>>
নীলফামারীর কিশোরগঞ্জে উন্নত গবাদিপশু পালন ও ডেইরী উৎপাদন কৌশল বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২ও ৩ আগষ্ট)কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাভলিহুড টেকনিকেল প্রোগ্রামের আয়োজনে বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি খামালটারী এসডিএফ অফিসে দিনভর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে ২০ জন উৎপাদক দলের নারী সদস্য অংশ গ্রহন করেন।প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ (সম্প্রসারণ)কর্মকর্তা সুজন কুমার সরকার ও রতন কুমার সরকার প্রমুখ।কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন,এপি প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা।এসময় অংশ গ্রহনকারীদের মাঝে উচ্চ উৎপাদশীল গাভীর জাতের নাম,জাত শনাক্ত করার উপায়,উচ্চ উৎপাদশীল দুধালো গাভীর জাত নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়গুলো কিকি,গাভির জন্য আদর্শ বাসস্থান ব্যবস্থাপনা,কৃত্রিম প্রজনন ও সংকারায়ন,সংকারায়নের সুবিধা ও সীমাবদ্ধতা,গাভীর খাদ্য তৈরি করণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিকি,ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির পদ্ধতি অনুশীলন,গর্ভবতী গাভীর যত্ন,নিরাপদ প্রসব, বিভিন্ন রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা,বিভিন্ন টিকা,কাঁচা ঘাষ খাওয়ানোর গুরুত্বসহ উল্লেখিত বিষয়গুলো তুলে ধরে আলোকপাত করা হয়।