আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বোয়ালখালীতে বিএনপির দেড় শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷ গত সোমবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো১৪০-১৬০ জনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন মধ্যম শাকপুরার জালাল চেয়ারম্যান বাড়ির মৃত নুরুল আলমের পুত্র এস এম জাহাঙ্গীর ৷তিনি শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ৷এদিকে এটিকে মিথ্যা ও গায়েবী মামলা দাবি করেন নিন্দা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন,সরকার পতনের আন্দোলন থেকে সরাতে এই নেতাকর্মীদের হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদ্বিতীতভাবে এ ধরনের মামলা দেওয়া হচ্ছে৷কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসব মিথ্যা বানোয়াট মামলাকে পাত্তা দেয় না ৷তাদের চোখ এখন দফা আন্দোলনের দিকে স্থির আছে৷ দায়েরকৃত আজাহারের বাদী দাবি করেন,গত সোমবার রাতে শাকফুরা ইউনিয়নের বোয়ালখালী -পটিয়া আঞ্চলিক সড়কের পাকা রাস্তার উপর বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মামলার বাদীকে মারধর করে ও ১০-১২ টি অটোরিক্সার কাঁচ ভাঙচুর করে৷তারা আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ নানা রকম মন্তব্য করতে থাকে ৷এ সময় ঘটনাস্থলে তারা ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।মামলার ব্যাপারে বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি হাজি ইছহাক চৌধুরী বলেন,তাদের দলের নেতাকর্মীরা এ ধরনের কোন ঘটনাই ঘটায়নি ৷এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ৷এই বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মোঃ আছহাব উদ্দিন বলেন,বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি৷

