কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অগিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের মানবিক সহায়তা বাস্তবায়ন কর্মসূচী নির্দেশিকা ২০১২-১৩ মোতাবেক বিতরনের লক্ষ্যে এ ঢেউটিন ও চেক বিতরন করা হয়।এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ঢেউটিন ও চেক বিতরন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,, উপজলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপ-সহকারী প্রকৌশল তন্ময় কুমার দত্ত।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭ টি পরিবারের মাঝে ৩৪ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মান ব্যয় বাবদ প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার করৈ মোট ১ লক্ষ ২ হাজার টাকার চেক বিতরন করা হয়।

