আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরে পড়ে রেজিয়া খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৬টার দিকে উপজেলার পুটিমারি ইউনিয়নের পুটিমারী কাচারি পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।তিনি ওই গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের স্ত্রী।নিহতের স্বজনরা জানায়,ওই বৃদ্ধা সকালে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির বাইরের বাঁশঝাড়ে যায়।সেখান থেকে পুকুরের পাড়ে গেলে পা ফসকে পানিতে পড়ে যায়৷পরে পুকুরের মালিক আনছার আলী ভাসমান লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়।খবর পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

